যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৯ নভেম্বর) রাতে শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।
আটককৃত আসাদুর রহমান কিরণ গাজীপুরের পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজীপুর সদর থানায় দুটি হত্যাসহ ৫টি মামলার আসামি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজীন ফাহিম জানান, গোপন সংবাদে জানা যায় যে, শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কিছু লোক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এর ভিত্তিতে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিকারপুর বিওপির টহলদল বেতনা এলাকায় অভিযান চালায়। এ সময় তারা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, কিরণ রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।
এদিকে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে মেজর ফারজীন ফাহিম জানান।