গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীর আলম জিন্নাহ নামে এক কৃষকের গাভী ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে।
সাধারণভাবে বাছুরের চার পা থাকে, সেখানে ঘাড়ের উপরে দুটি অতিরিক্ত পা দেখা যায়। এই বিরল ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে, এবং উৎসুক জনতা ভিড় জমাচ্ছে গরুর খামারের পাশে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ছয় পা থাকা সত্ত্বেও বাছুরটির বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না।
এ বিষয়ে গরুর মালিক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, ‘আমার গাভীটি দুপুরের দিকে ছয় পা বিশিষ্ট এড়ে বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও দুটি পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তবে পরবর্তী সময়ে চিকিৎসক জানিয়েছেন, ছয় পা হওয়ার কারণে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত বাছুরটি সুস্থ আছে।’