ক্যাম্পাস গ্রুপ ফ্যাকড-ক্যাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত !!
আজ সকাল ৮:৩০ মিনিটে ঢাকার শ্যামলী ক্লাব মাঠে ক্যাম্পাস গ্রুপ ফ্যাকড-ক্যাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দিনের শুরুতে প্লেট ফাইনালে অংশগ্রহণ করেন রাইজিং আইডিয়াল বনাম জিএসসি ডাইনামিক।
খেলাটিতে জিএসসি ডাইনামিক ১ রানের ব্যাবধানে পরাজিত হয়। রাইজিং আইডিয়াল ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩১ রান করে। ২৩১ রানের জন্য জিএসসি ডাইনামিক মাঠে নেমে ৫ উইকেট হারিয়ে ১২ ওভারে ২৩৫ রান করে। যেটা মোকাবেলার জন্য ইবাইস সুপার কিংস মাঠে নেমে ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২২ রান করে ২৯ রানের ব্যাবধানে পরাজিত হয়। সেই সাথে পিনাকল ওয়ারিয়রস তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরন করেন জনাব কাদির খান বাবু সহ ফ্যাকড-ক্যাব আহ্বায়ক কমিটিার অন্যান্য সদস্য বৃন্দ। এই টুর্নামেন্টে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সহ শ্রেষ্ঠ ব্যাটসম্যান এবং সের্বোচ্চ রানার হিসেবে পুরস্কার লাভ করেন রাইজিং আইডিয়াল এর খেলোয়ার ওয়ালিউল্লাহ ওলি। টুর্নামেন্টটি পরিচালনা করেন ফ্যাকড-ক্যাব স্পোর্টস কমিটিরি আহ্বায়ক জনাব জাহিদুল চৌধুরী, মাহমুদুল হাসান, সালেহ, রাতুল ও প্রমুখ।
প্রতিবেনঃ মো: নিজামুল ইসলাম (স্টাফ রিপোর্টার)