মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে বাস চাপায় নিহত হয়েছেন সাত্তার হাজী নামে এক বৃদ্ধ । গত মঙ্গলবার(২৬ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় উপজেলার ঢাকা- বগুড়া মহাসড়কের ফটকি নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাজী উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর উত্তরপাড়ার কাশেম আলী সাকিদারের ছেলে।তার বয়স ছিলো ৮০ বছর।তিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়,নাতীর খাবার আনতে গিয়েছিলেন সাত্তার হাজী।রাস্তা পারাপারের সময় গাইবান্ধা হতে আসা আল হামরা পরিবহনের ধাক্কায় তিনি নিহত হন।এ সময় এলাকাবাসী বাস আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায় । হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,নিহত সাত্তারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।