ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে একটি মহাসমাবেশ রূপনগর থানায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম। রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হকের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার মজিবুল হকের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রূপনগর থানা বিএনপির নেতৃবৃন্দসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রূপনগর থানা বিএনপির নেতা মুরাদ হোসেন, শাহ আলম মোল্লা, মো. রতন মিয়া, মো. হাসান নুর ফয়েজ, শমসের আলি জিয়া, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মামুন রানা, যুবদলের শাহ আলম টিটু, ওয়াহিদ ইকবাল, টুটুল, স্বেচ্ছাসেবক দলের মোক্তার হোসেন জনি, ছাত্রদলের মাহমুদুল হাসান রবিন এবং সেলিম হোসেন রোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ এ মহাসমাবেশে যোগ দেন।
এ সময় দলীয় নেতারা সন্ত্রাস, নৈরাজ্য এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার অবস্থান গ্রহণের অঙ্গীকার করেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।