পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়ছে, তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। পরে সকাল ৯টায় তা আরও কমে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়া শুরু হয় এবং ভোরে তা ঘন কুয়াশায় রূপ নেয়। তবে উত্তরের বাতাসের অনুপস্থিতির কারণে এখনো শীতের তীব্রতা তেমন অনুভূত হচ্ছে না।
বুধবার (২৭ নভেম্বর) রাতের গড় তাপমাত্রা বৃহস্পতিবার সকাল ৯টায় রেকর্ড করা হয়। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে, যার ফলে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।