গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে চলমান জোড় ইজতেমায় অংশগ্রহণকারী আব্দুল হাকিম আকন্দ (৬০) নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা। শনিবার (৩০ নভেম্বর) তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাবিবুল্লাহ রায়হান জানান, জোড় ইজতেমায় প্রায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৮টি দেশ থেকে মোট ২৫৭ জন বিদেশি মেহমান এসেছেন।
সকালের বয়ান করেছেন পাকিস্তানের রাইব্যান্ড থেকে আগত মাওলানা জিয়াউল হক। দিনের বিভিন্ন সময়ে কারগুজারির আমল ও বয়ান পরিচালনা করেছেন ভারতের মাওলানা ফারুক, মাওলানা ইবরাহিম দেউলা এবং বাংলাদেশের মাওলানা রবিউল হকসহ অন্যান্যরা।
শুক্রবারের (২৯ নভেম্বর) কার্যক্রমেও দেশি-বিদেশি আলেমরা অংশ নেন। বয়ান করেন পাকিস্তানের নাঈম শাহ, যার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা নূরুর রহমান।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এটি পরিচালনা করবেন মাওলানা জোবায়ের আহমদ অনুসারীরা। দ্বিতীয় পর্বটি দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীদের ব্যবস্থাপনায় ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
মুসল্লিদের মৃত্যুর ঘটনায় ইজতেমা প্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। তাবলিগের সাথিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছেন।