অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এবং প্রতিকূল পরিবেশে কাজ করেছে দেশের খ্যাতনামা গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার (১ ডিসেম্বর) সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে দেশের স্বার্থ এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে।”
এসময় তিনি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরেন এবং সম্প্রতি ছাত্র আন্দোলনে সিপিডির ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, সিপিডির তথ্যভিত্তিক গবেষণা সাম্প্রতিক জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এর আগে, ২৮ নভেম্বর, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।