সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা
নরসিংদীর রায়পুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর রায়পুরা মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়।
দিবসের কর্মসূচি
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভা
উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন:
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা
সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম
বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হয়রত আলী ভূঁইয়া
সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন
পৌরসভা বিএনপির সভাপতি ইন্দ্রিছ আলী ভূঁইয়া
দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন
এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তানরা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা
আলোচকরা স্মৃতিচারণ করে বলেন, “১০ ডিসেম্বর রায়পুরার ইতিহাসে একটি গৌরবময় দিন। বীর মুক্তিযোদ্ধারা এদিন জীবন বাজি রেখে রায়পুরাকে শক্রমুক্ত করেছিলেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।”
সাংস্কৃতিক আয়োজন
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিবসটি উদযাপন সম্পন্ন হয়।