বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গোবিন্দপুর বাজারের পাশে একটি প্রাইভেট কার পুকুরে পড়ে যায়। সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা দুজনকে স্থানীয় বাসিন্দারা ডুবে মরার হাত থেকে রক্ষা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মেয়ে গাড়িটি চালাচ্ছিলেন। গাড়ির পাশে আরেকজন যাত্রী বসা ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে সোজা পুকুরে পড়ে যায়। ঘটনাটি ঘটে বাজারের পাশেই, যা দ্রুত স্থানীয়দের নজরে আসে।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গাড়িতে আটকে থাকা দুজনকে উদ্ধার করেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, "গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। আমরা দ্রুত এগিয়ে গিয়ে তাদের গাড়ি থেকে বের করে আনতে সক্ষম হই।"
পুলিশের মন্তব্য
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "ঘটনার খবর পেয়েছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িটি উদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
দুর্ঘটনার কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সময়মতো উদ্ধার কার্যক্রম হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।