আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি.
মুন্সীগঞ্জে বিএনপি যুবদল নেতা আবু ইলিয়াস শান্ত হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মুন্সীগঞ্জ প্রেসক্লাব ফটকে জড়ো হয়ে মানববন্ধন করেন স্থানীয়রা, এরপর তারা সুপারমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করে এবং প্রধান সড়ক অবরোধ করে।
বিক্ষোভ কর্মসূচিতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন, ফলে বেলা ১১টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী জেলা শহরের প্রধান সড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, অথচ হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ১ নভেম্বর রাতে স্পিডবোট দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া আবু ইলিয়াস শান্ত পরবর্তীতে হাসপাতালে মারা যান, তবে তার পরিবার দাবি করেছে যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে। নিহত যুবদল নেতা শান্তের স্ত্রী শান্তা ইসলাম জানিয়েছেন, "যদি জেলা বিএনপির নেতারা এগিয়ে না আসেন, তবে তিনি ও তার পরিবার বিএনপিকে বয়কট করবেন।"