মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে টেংগারচর ইউনিয়নের আলী আহমেদ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ:
আগুন লাগার খবর পেয়ে প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পাশের আরেক ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত করা হয়। মোট চারটি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট:
গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রিফাত মল্লিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সেলুনের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিক সামগ্রী, হার্ডওয়্যার, কাঁচামাল ও ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে ছড়িয়ে পড়ে।
ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য:
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন তাদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছে।