তালতলী (বরগুনা) প্রতিনিধি:
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশের আয়োজনে বরগুনার তালতলীতে "মানসম্মত শিক্ষা বিষয়ক" একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের পায়রা হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এরিয়া ম্যানেজার যোসেফ ডায়াস। সঞ্চালনা করেন তালতলী সিডিপি ম্যানেজার নাইমুর রহমান
শোভন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলি আহাদ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বশার।
গুড নেইবারস বাংলাদেশের মনিটরিং ও ইভালুয়েশন টিমের ম্যানেজার প্রসেনজিৎ মোল্লা।
আলোচনার মূল বিষয়বস্তু:
সেমিনারে গুড নেইবারস বাংলাদেশের কার্যক্রম, বিদ্যালয়ে শিশু-বান্ধব পরিবেশ তৈরি, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, মানসিক স্বাস্থ্য সমস্যা চিহ্নিতকরণ ও
সুরক্ষার কৌশল নিয়ে আলোচনা হয়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে শিশুর সুরক্ষায় ভূমিকা রাখতে পারে, তা নিয়েও মতবিনিময় হয়।
সেমিনারের শেষ পর্বে গুড নেইবারস বাংলাদেশ ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন করায় একটি কেক কেটে তা উদযাপন করা হয়।
শিক্ষকদের মতামত ও অংশগ্রহণ:
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। তাঁরা উন্মুক্তভাবে তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন, যা
সেমিনারকে আরও কার্যকর করে তোলে।
এ সেমিনারের মাধ্যমে মানসম্মত শিক্ষা এবং শিশু সুরক্ষায় নতুন দৃষ্টিভঙ্গি ও কৌশল নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।