ওবায়দুল্লাহ. (কুবি প্রতিনিধি)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহিদ আবদুল কাইয়ুম টুর্নামেন্ট-২০২৪-এ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রথম ও
দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে লোকপ্রশাসন বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
সেরা খেলোয়াড়দের তালিকা:
ফাইনাল ম্যাচসেরা খেলোয়াড়: তাসনিমুর রহমান তানিম (লোকপ্রশাসন বিভাগ)।
ম্যান অব দ্য টুর্নামেন্ট: মেহেরাজ আলভি (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ)।
সেরা গোলদাতা: শান্ত সরকার (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধিনায়ক, ৫ গোল)।
সেরা গোলরক্ষক: মাজহারুল ইসলাম (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ)।
খেলোয়াড়দের অনুভূতি:
সেরা খেলোয়াড় মেহেরাজ আলভি তার আনন্দ প্রকাশ করে বলেন, "আলহামদুলিল্লাহ, চ্যাম্পিয়ন হয়েছি। শুরু থেকেই আমাদের দলটি গোছালো ছিল এবং
আমরা পজিশন-ভিত্তিক ফুটবল খেলেছি। পরিশ্রমের ফল পেয়েছি। আগামী টুর্নামেন্টেও সেরা পারফরম্যান্স করার চেষ্টা করব।"
ম্যাচসেরা খেলোয়াড় তাসনিমুর রহমান তানিম বলেন, "ফাইনালে জয়ী হতে পারিনি, তবে আজকের এই পুরস্কার আমাদের আগামী টুর্নামেন্টে জয়ের
অনুপ্রেরণা যোগাবে।"
সেরা গোলদাতা শান্ত সরকার বলেন, "এটি আমাদের স্বপ্ন পূরণের ট্রফি। আমরা দীর্ঘ এক বছর ধরে এই জয়কে মাথায় রেখে কঠোর পরিশ্রম করেছি। জয়ের
এই ধারা ধরে রাখতে চাই।"
সেরা গোলরক্ষক মাজহারুল ইসলাম বলেন, "এই অর্জন পুরো দলের। দল যতদিন চাইবে, আমি নিজের সেরাটা দিয়ে দলকে সার্ভিস দিতে প্রস্তুত।"
উপসংহার:
শহিদ আবদুল কাইয়ুম টুর্নামেন্ট-২০২৪-এর মাধ্যমে কুবির শিক্ষার্থীদের ফুটবল প্রতিভা নতুন মাত্রায় পৌঁছেছে। এই টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে
নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।