বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজ পাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। তবে এ
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তালতলী ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও
সজল হাওলাদারের মালিকানাধীন সালাম ভ্যারাইটিজ স্টোর পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ওয়ালটন বিক্রয়কর্মী রাসেল হোসেন জানান, “ওয়ালটন শোরুমের পাশে কিস্তির মেলা চলাকালে হঠাৎ প্রচণ্ড গরম অনুভব করি এবং একটি
শব্দ শুনে বাইরে বের হয়ে আগুন দেখতে পাই। স্থানীয়দের ডাকাডাকি করে দ্রুত পরিস্থিতি জানাই এবং মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে
স্থানীয়দের প্রচেষ্টায় ৭০% আগুন নিয়ন্ত্রণে আসে, এরপর ফায়ার সার্ভিস এসে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।”
দোকান মালিক সজল হাওলাদার বলেন, “জমিজমা বিক্রি করে ও এনজিও থেকে লোন নিয়ে তিলে তিলে দোকানটি গড়ে তুলেছিলাম। হঠাৎ অগ্নিকাণ্ডে সব
শেষ হয়ে গেল। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লাগল, তা বলতে পারছি না।”
তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. বদিউজ্জামান জানান, “১১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুন লাগার কারণ তদন্তের
পর জানা যাবে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তাৎক্ষণিক উপজেলা
প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও সরকারি সহায়তা দেওয়া হবে।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, অগ্নিকাণ্ডের ফলে তার জীবিকা পুরোপুরি ধ্বংস হয়েছে। তিনি দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা কামনা করেছেন।
প্রশাসন থেকে তদন্তের পর প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।