আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর বাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ে শুক্রবার জুমার নামাজের পর সাদপন্থিদের নিষিদ্ধকরণ এবং তাদের সর্বোচ্চ
শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গত ১৮ ডিসেম্বর, বুধবার গভীর রাতে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠে তাবলিগের আলমী শুরার আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী ও মুসল্লিদের
উপর সাদপন্থি সন্ত্রাসীদের নৃশংস হামলায় ৪ জন নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হন। এরই প্রেক্ষিতে সাদপন্থিদের নিষিদ্ধকরণ, দোষীদের দ্রুত গ্রেপ্তার,
সর্বোচ্চ শাস্তি এবং সর্বস্তরে তাদের কার্যক্রম বন্ধের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধীপুর ইউনিয়নের ইমাম-উলামা এবং সর্বস্তরের তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় হাজার হাজার মুসল্লি বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে
মিছিল নিয়ে এসে স্লোগানে স্লোগানে তিন রাস্তার মোড়ে জড়ো হন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা তাওহীদুল ইসলাম, মুফতী মাসূম বিননূরী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা মুহসিন,
মুফতী আলী আসগার, মাওলানা সা‘দ সাদী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা শিহাব উদ্দীন এবং আরও অনেকে।
বক্তারা সাদপন্থিদের কুখ্যাত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তাদের নিষিদ্ধকরণ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি
জানান। তারা এও উল্লেখ করেন যে, সাদপন্থিদের কার্যক্রম ইসলাম ও বিশ্ব মানবতার জন্য ক্ষতিকর।
উপস্থিত হাজার হাজার মানুষ সাদপন্থিদের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের অপতৎপরতা বন্ধের জন্য জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, মুসলিম
উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে এ ধরনের চরমপন্থি ও সন্ত্রাসী কার্যক্রম রোধ করতে হবে।
এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং অংশগ্রহণকারীরা তাদের দাবি পূরণের জন্য প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান
জানান।