ওবায়দুল্লাহ:কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)- এ নব্য আত্মপ্রকাশ পাওয়া সংগঠন ‘নতুন সূর্যোদয়’ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আজকের চিন্তায়, আগামীর ক্যাম্পাস’
শীর্ষক আলোচনা সভা।
৮ জানুয়ারি (বুধবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রাকিব। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেশনের শিক্ষার্থীবৃন্দ।
আইন বিভাগের শিক্ষার্থী বায়েজিদ বলেন, ‘ আমাদের সংগঠনের মূলনীতি তিনটি–শিক্ষা, সংস্কৃতি ও একতা। আমি যদি শিক্ষা নিয়ে বলি তাহলে, আমরা
জানি শিক্ষা জাতির মেরুদন্ড। কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা কি চিন্তা করেছি? ২৪ এর জুলাই বিপ্লবে বিসিএস এ পাস করা শিক্ষিত পুলিশ
সদস্যরা জনগণের টাকায় বুলেট কিনে আমাদের ছাত্রদের বুকে গুলি করেছে। তাই জাগতিক শিক্ষার সাথে যেই শিক্ষা অর্জন করে আপনি কারো উপর
হামলা করবেন না সেই শিক্ষায় শিক্ষিত করতে আমাদের এই সংগঠন। জাগতিক শিক্ষর সাথে মোড়ালিটি এবং এথিক্স নিয়ে কাজ করবে।'
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ তাহসিনুজ্জামান বলেন, ‘আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক সংগঠনের কার্যক্রম অবজার্ভ
করেছি আমি দেখেছি এরা প্রকৃতপক্ষে কোন কাজ করে না। অনেক সংগঠন আছে যেগুলো শুধু বিভিন্ন পদ-পদবী সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এমন
সংগঠন আসলে দরকার নেই। আমি চাই নতুন এই সংগঠনটি এক্সেপশনাল হোক এবং সকলের প্রশংসা অর্জন করুক।'
আইন বিভাগের শিক্ষার্থী ইদ্রিস খান বলেন, ‘এখন কেউ যদি একটু স্মার্টলি চলাফেরা করতে চায় তাহলে তাকে পশ্চিমা সংস্কৃতি চর্চা করতে হয়। কিন্তু
আমরা বাঙালি আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে কতটুকু ধরে রাখতে পেরেছি? আমরা পারিনি। আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা বাঙালি সংস্কৃতি
ফিরিয়ে আনার চেষ্টা করবো।’
উল্লেখ্য, এই আলোচনা সভার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়- এ নব্য পদযাত্রা শুরু করলো ‘নতুন সূর্যোদয়’ নামক এই সংগঠনটি।