🔴 "আল কোরআনের অপমান সইবে না মুসলমান"— শিক্ষার্থীদের বিক্ষোভ
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন আবাসিক হলে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১২ জানুয়ারি) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়।
পরে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা "আল কোরআনের অপমান সইবে না মুসলমান", "নারায়ে তাকবির আল্লাহু
আকবার", "দিয়েছিতো রক্ত, আরও দিব রক্ত" ইত্যাদি স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান, সৈয়দ আমীর আলী, মাদার বখশসহ সাতটি হলে এই অপকর্মের ঘটনা ঘটে। জিয়াউর রহমান হলের দেয়ালে
বিজেপির লোগো আঁকানোর ঘটনাও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
রাবি ছাত্রশিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, "কোরআন পোড়িয়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, তাদের ষড়যন্ত্র কখনো সফল হতে
দেব না।"
রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ জানান, "এ ধরনের ঘৃণ্য কাজ কোনো ধর্মপ্রাণ ব্যক্তি করতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়
রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, "এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে
যোগাযোগ করছি এবং তদন্তের জন্য তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট চেয়েছি।"
বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্তে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী সাত দিনের মধ্যে পূর্ণ তদন্ত প্রতিবেদন জমা দিতে
বলা হয়েছে।
আন্দোলনে ছাত্র ইউনিয়ন, ছাত্র মিশন, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ প্রায় ৪০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।