জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে সাংবাদিক মো. শামীম হোসেনের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
রোববার (১২ জানুয়ারি) পাংশা পৌর শহরের আঃ মালেক প্লাজার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ জিন্নাহর
সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা দাবি করেন, দৈনিক কালবেলা’র পাংশা প্রতিনিধি শামীম হোসেনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো
হয়েছে। দ্রুত তার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে সাংবাদিক রতন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
প্রসঙ্গত, ১৯ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত আব্দুল্লাহ বাবুর বাবার দায়ের করা মামলায় সাংবাদিক শামীম হোসেনকে যুবলীগ নেতা
উল্লেখ করে ৫৮ নম্বর আসামি করা হয়।