আল-মামুন, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথায় চাঁদা দাবি ও হামলার অভিযোগে হোটেল শ্রমিক ইউনিয়নের ৬৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা
হয়েছে। বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদেক আলী শনিবার রাতে সদর থানায় এ মামলা
করেন।
মামলার অভিযোগ
অভিযোগে বলা হয়েছে, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় সাতমাথার সান অ্যান্ড সি হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বগুড়া জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক
ইউনিয়নের নেতাকর্মীরা ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা হোটেলের শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করেন এবং
হোটেলটি বন্ধ করে দেন।
পরে সন্ধ্যা সাড়ে ৭টায় সাতমাথা জাসদ অফিসের সামনে জাতীয়তাবাদী হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতাদের উদ্দেশ্যে হুমকি দেওয়া হয়।
হামলা ও সংঘর্ষ
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওইদিন সন্ধ্যায় জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মিছিল নিয়ে
সাতমাথায় এলে প্রতিপক্ষ লাঠি, লোহার রড ও এসএস পাইপ নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে সংগঠনের ৫ জন নেতাকর্মী আহত হন এবং এক
নেতার পকেট থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আসামিদের তালিকা
মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন—
- বগুড়া জেলা হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম খোকন
- সহ-সাধারণ সম্পাদক আল মামুন
- আব্দুল লতিফ বাচ্চু
- সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক আশরাফ
- উপদেষ্টা আব্দুস ছালাম
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।
এই সংবাদটি আপনার প্রয়োজন অনুযায়ী উপস্থাপন করা হয়েছে।