আক্কাস আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা যায়, কামারখাড়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মো. আলামিন মড়লের মেয়ে আছিয়া আক্তার (১৯) এক বছর আগে পারিবারিকভাবে যশলং ইউনিয়নের পুড়া গ্রামের সালাউদ্দিন বকাউলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
শ্বশুরবাড়িতে নির্যাতনের অভিযোগ:
বিয়ের পর থেকেই গৃহবধূ আছিয়ার ওপর শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের অভিযোগ উঠে। আছিয়ার বাবা মো. আলামিন মড়ল জানান,
"আমার মেয়ে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হচ্ছিল। এক মাস আগে তাকে শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসি।"
তিনি আরও বলেন,
"জামাই সালাউদ্দিন বকাউল প্রায় প্রতিদিন আমাদের বাড়িতে আসত। গত বুধবার (১৫ জানুয়ারি) সকালে সালাউদ্দিন আমাদের বাড়ি থেকে চলে যায়। বিকেল ৪টার দিকে আছিয়াকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে দেখি।"
পুলিশের বক্তব্য:
টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম জানান,
"লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় শ্বশুরবাড়ির নির্যাতনের অভিযোগে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।