ইসলামপুরে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
প্রতিনিধি: মোঃ শামসুল আলম, ইসলামপুর (জামালপুর)
জামালপুরের ইসলামপুরে বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ী করা, প্রভিডেন্ট ফান্ড চালুসহ ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে “ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি” স্লোগানে ইসলামপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়।
বক্তারা ৮ দফা দাবি উপস্থাপন করে বলেন:
1. বিক্রয় প্রতিনিধি জোটকে শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন দিয়ে ট্রেড ইউনিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া।
2. মূল বেতন ২০ হাজার, বাড়ি ভাড়া ৬ হাজার, চিকিৎসা ভাতা ৩ হাজার টাকা নিশ্চিত করা।
3. সকল কোম্পানিতে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে স্থায়ী নিয়োগ প্রদান।
4. প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, শেয়ার সুবিধা এবং কর্ম দক্ষতার ভিত্তিতে প্রমোশন নিশ্চিত করা।
5. বছরে ১০% বেতন বৃদ্ধি এবং চাকরিচ্যুতির ক্ষেত্রে অগ্রিম ৩ মাসের বেতন প্রদান।
6. কর্মরত অবস্থায় দুর্ঘটনা বা অসুস্থতার চিকিৎসা ব্যয় কোম্পানি বহন এবং মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান।
7. সরকারি নিয়মে উৎসব বোনাস, সাপ্তাহিক ছুটি, ওভারটাইম সুবিধা এবং কাজের সময় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা।
8. অনৈতিক টার্গেট এবং বাড়তি চাপ প্রয়োগ বন্ধ করা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি জোটের সাবেক সাধারণ সম্পাদক এবাদুল হক, সাংগঠনিক সম্পাদক আপন শাহ, সদস্য সচিব একরামুল হক, বিক্রয় প্রতিনিধি রাসেল সরদার, জুলফিকার আলী জুয়েল, মোঃ খায়রুল হুদা, দেলোয়ার হোসেন, এস.এম ইদ্রিস আলী মিলন, আব্দুল্লাহ আল মামুন রেনু, আকরামুল, মেহেদী হাসান রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “আমাদের দাবিগুলো বাস্তবায়ন হলে বিক্রয় প্রতিনিধিদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে এবং কাজের পরিবেশ আরও উন্নত হবে।”
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন, যারা এই কার্যক্রমের গুরুত্ব তুলে ধরার জন্য প্রতিবেদন তৈরি করেন।
এ সময় বক্তারা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।