মৌলভীবাজার প্রতিনিধি, মুস্তাকিম আল মুনতাজ:
ইসলামী শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ আগামীকাল, শনিবার (১৮ জানুয়ারি) দেশব্যাপী ২য় কেন্দ্রীয় পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে।
এই পরীক্ষা দেশের বিভিন্ন জেলার ৩০টি মারকাযে অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৩,০০০ মক্তব শিক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১৬০ জন পরীক্ষক এবং প্রতিটি মারকাযে একজন করে জিম্মাদার নিযুক্ত করা হয়েছে।
বোর্ডের অধীনে বর্তমানে ৪০০টি মক্তব ইলহাকভুক্ত রয়েছে, যেখানে প্রায় ১৫,০০০ ছাত্র-ছাত্রী কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত, আকিদার মৌলিক শিক্ষা, নামাজের সঠিক পদ্ধতি, দুআ-দুরুদ, প্রাথমিক হাদিস এবং নৈতিক শিক্ষা গ্রহণ করছে।
ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মুফতি তোফায়েল খান রাহমানী বলেন, "আমরা শুধু পরীক্ষা আয়োজন করেই থেমে নেই, বরং শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আত্মিক উন্নতিতে সহায়তা করা।"