পাপলু মিয়া, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লিজকৃত জমিতে দীর্ঘদিন ধরে চলছে মাটি-পাথর ও গাছ বিক্রির হরিলুট। এলাকাবাসীর দাবি, সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি ও পাথর উত্তোলন এবং গাছ বিক্রি করছে একটি সিন্ডিকেট। এ চক্রের নেতৃত্ব দিচ্ছেন সওজের অবসরপ্রাপ্ত ফেরি চালক আবুল বাশার এবং তার ছেলে সাজ্জাদ মাহমুদ মনির।
জানা গেছে, সওজের জমি লিজ নেওয়ার নামে এই সিন্ডিকেট মাটি, পাথর ও গাছ বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে। সম্প্রতি মাটি বিক্রির সময় দুই ব্যক্তি আটক হলে এই চক্রের মূল হোতা হিসেবে মনিরের নাম উঠে আসে। মাটি ব্যবস্থাপনা আইনে ছাতক থানায় মনিরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে জামিনে এসে মনির আবারও অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
অনুসন্ধানে জানা যায়, ছাতকের লাফার্জ-হোলসিম কোম্পানির ফেরিঘাট সংলগ্ন সওজের ২.৩০ একর জমি সামাজিক বনায়নের জন্য ২০০৬ সালে লিজ দেওয়া হয়েছিল। কিন্তু আবুল বাশার ও তার ছেলে লিজের শর্ত ভঙ্গ করে মাটি, পাথর ও গাছ বিক্রির মতো অবৈধ কার্যক্রম চালাচ্ছেন। এ নিয়ে অন্যান্য লিজগ্রহিতারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং লিজ বাতিলের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, ফেরিঘাট সংলগ্ন সওজের জমি থেকে অবৈধভাবে মাটি ও পাথর উত্তোলনের কারণে পরিবেশ ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাজ্জাদ মাহমুদ মনির ওরফে ইয়াবা মনির বিভিন্ন সময় নিজেকে গায়ক, টিকটকার, সাংবাদিক এমনকি মানব পাচারকারী পরিচয়ে উপস্থাপন করেন। তার এমন বহুমুখী কর্মকাণ্ডে স্থানীয়রা বিরক্ত।
সওজের নবনিযুক্ত উপ-বিভাগীয় উপ-প্রকৌশলী শাহাদাৎ হোসেন বলেন, "আমি নতুন যোগদান করেছি, বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না। তবে দ্রুত খোঁজ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।"
স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, কীভাবে লিজের জমিতে এমন অপকর্ম দীর্ঘদিন ধরে চলতে পারে। সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে এই লুটপাট থামবে না বলে আশঙ্কা করছেন তারা।
সরকারি জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।