মোশাররফ হোসেন, ছাতকঃ
ছাতকের গোবিন্দগঞ্জ সুহিতপুরে অবস্থিত ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত হযরত আবু বকর সিদ্দিক (রা:) হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা-র ২০২৫ শিক্ষাবর্ষের সবক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান আজ শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আতাউল মগনী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আবু নাছির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাতক দোয়ারা ফাউন্ডেশন ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, গোবিন্দ নগর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সোবহান, মিছবাহুল হুদা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাকী, ও সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও পর্তুগাল কমিউনিটি নেতা জনাব আমিরুল ইসলাম।
এছাড়া হলি ফ্লাওয়ারস একাডেমির চেয়ারম্যান জনাব মঈন উদ্দিন, গোবিন্দগঞ্জ রহমানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মেরাজ উদ্দিন এবং সানরাইজ একাডেমি সিলেটের প্রিন্সিপাল মাওলানা ছফির আহমদ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষাবিদ জনাব শফিক আহমদ, সমাজসেবী জনাব আব্দুল আলী ও উমেদ আলী প্রমুখ উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
এই শিক্ষাপ্রতিষ্ঠান মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধের উন্নয়ন এবং ইসলামী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে বলে বক্তারা উল্লেখ করেন।