সুমন আহমদ,সুনামগঞ্জের প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামে হাছান আলী (৩১) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পূর্ব বিরোধের জেরে গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ১১টা ২০ মিনিটের দিকে হাছান আলীকে (৩১) ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। বুক, ঘাড় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের পর তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ভিকটিমের বড় ভাই মো. রোশন আলী বাদী হয়ে ৯ জন এজাহারনামীয় এবং ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি দোয়ারাবাজার থানায় (মামলা নং-২৭, তারিখ-২৮/১২/২০২৪) রুজু করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা উত্তরা থেকে দুই আসামি গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন:
১. মাহিন মিয়া (১৯), পিতা-গৌছ আলী
২. গৌছ আলী (৬০), পিতা-মৃত আফিজ আলী
তারা দুজনই সুনামগঞ্জ জেলার তেরাপুর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম।
স্থানীয় জনগণ দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং ন্যায়বিচারের আশাবাদ ব্যক্ত করেছেন।