মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফের হামলার প্রতিবাদে এবং দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে শিক্ষার্থীরা "দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা", "ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও", "মোদির দুই গালে জুতা মারো তালে তালে"সহ বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তফা মোর্শেদ বলেন, "ভারতীয় বিএসএফ নিরস্ত্র মানুষের ওপর যে নির্যাতন চালাচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। ভারতের আধিপত্যবাদ ও নদীর পানির ন্যায্য হিস্যা না দেওয়ার বিষয়টি আমরা মানি না। আমরা স্বাধীনতার জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়।"
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, "ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। সীমান্তে সাধারণ মানুষের ওপর গুলি ও বোমা হামলা এরই উদাহরণ। বাংলাদেশের মানুষ এর প্রতিরোধ করতে প্রস্তুত।"
এদিকে ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইয়ামিন হোসাইন বলেন, "সার্বভৌমত্ব রক্ষায় রাবি শিক্ষার্থীরা সবসময় আপোষহীন। ভারতের যেকোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সীমান্তে নিরীহ মানুষের ওপর হামলা খুবই ন্যাক্কারজনক।"
উল্লেখ্য, শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্র জানায়, বিএসএফ সদস্যরা ছয় শতাধিক ভারতীয় নাগরিককে কাঁটাতারের কাছে জড়ো করেন এবং বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।