মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারে গণঅধিকার পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ২টায় সংগঠনের জেলা কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অপু রায়হান এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপন।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহসম্পাদক আব্দুন নুর তালুকদার এবং যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদা খানম-কে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি হারুনুর রশীদ, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি নুর হোসেন এবং গণঅধিকার পরিষদের একাটুনা ইউনিয়নের সদস্য আব্দুস সামাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, "গণঅধিকার পরিষদের লক্ষ্য হলো সাধারণ মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। দিনমজুর, কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে দলে যুক্ত করে তাদের অধিকার রক্ষায় কাজ করা। সবার অংশগ্রহণ নিশ্চিত করা গেলে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে গণঅধিকার পরিষদ দেশের প্রথম সারিতে জায়গা করে নিতে পারবে।"
সংগঠনের নেতারা আরও বলেন, "কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুযায়ী, গণযোগাযোগ ও সদস্য সংগ্রহের এই কর্মসূচি পালন করা হচ্ছে, যাতে দেশের সাধারণ মানুষকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা যায়।"
অনুষ্ঠানের শেষে নতুন সদস্যদের ফুলেল সংবর্ধনা জানানো হয় এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।