মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ড, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও হামলার ঘটনায় ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শৃঙ্খলা বোর্ডের সভাপতি প্রফেসর ড. মো. শওকাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা বোর্ড ৭২ জন শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করেছে। এর মধ্যে ২৩ জনকে এক সেমিস্টার, ৩৩ জনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৫ জন প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তালিকায় উল্লেখিত শিক্ষার্থীদের মধ্যে পমেল বড়ুয়া, শামীম মাহফুজ, ধনঞ্জয় কুমার টগর, ফজলে রাব্বি গ্লোরিয়াস, বাবুল, বিধান, তানভীর, আবদুল্লাহ আল নোমান খান, রিফাত, ফারহাদ হোসেন এলিট, মোমিনুল, আরিফুজ্জামান ইমন, ও অন্যান্যদের নাম রয়েছে। এদের ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
এছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রায়হান মিয়ার বিরুদ্ধে অভিযোগকারীরা অভিযোগ প্রত্যাহার করায়, শৃঙ্খলা বোর্ড তাকে মওকুফ করেছে।