আল-মামুন; বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলার ১৫ নম্বর ওয়ার্ডের হাজীগাড়ি এলাকায় জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে ৫০-৬০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল সোমবার দুপুরে এক নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে সম্পূর্ণ বাড়ি ভাঙচুর করেছে। এই ঘটনায় বাদি হয়ে আরিফ সরকার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকার বাসিন্দা আরিফ সরকার (৩০) আগে জমির কাগজপত্র নিয়ে পুলিশ ফাঁড়ি এবং সদর থানায় অভিযোগ করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে তার জায়গায় বাড়ি নির্মাণের অনুমতি দেন। বাড়ি নির্মাণ কাজ শেষ করে তিনি চালা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সোমবার দুপুরে উল্লিখিত সঙ্ঘবদ্ধ দল তার নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পুরো বাড়িটি ভেঙে ফেলে।
হামলাকারীরা হলেন মোঃ রাজু মন্ডল (৪০), মোঃ মোখলেছার মন্ডল (৫৮), মোঃ সিরাজ মন্ডল (৫৬), মোঃ বুলবুল (৩৫), মোঃ আব্দুল মজিদ বুলু, মোঃ সাজু মন্ডল (৩৮), মোঃ রকি (২৫), মোঃ মিলন (৩৬), সকলেই পালশা হাজীগাড়ি ও তার আশপাশের এলাকায় বসবাসরত।
আরিফ সরকারের দাবি, তিনি ৬ মাস আগে আনোয়ার দিং থেকে ২ শতক জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ শুরু করেন। জমি নিয়ে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।