ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে ও বাঁধ খুলে দিয়ে আকষ্মিক বন্যা সৃষ্টি করায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন করেছেন তরুণ সমাজ।
শনিবার (২৪ আগস্ট) ময়মনসিংহের ফুলপুরে শেরপুর রোডস্থ গোল চত্বরে ফুলপুর উপজেলার তরুণ সমাজের ব্যানারে এই মানববন্ধন করেছে।
এসময় তরুণরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতের আগ্রাসন, রুখে দিবে জনগণ’, ‘জনে জনে খবর দে, ভারত প্রীতির কবর দে’, ‘বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না রে’, ‘বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পরে’, ‘উই আর লুকিং পর শত্রুজ’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মিজানুর রহমান সুজন, মাজহারুল ইসলাম নিপু, শান্ত সরকার, আশিকুর রহমান ছোটন, হিমেল সিদ্দিক, মাহমুদুল হাসান, হাসান রাফিন, সম্রাট হাসান ও উদয় সরকার।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বাংলাদেশে যেই আকস্মিক বন্যা হচ্ছে এটা কখনোই প্রাকৃতিক বন্যা নয়। এটা রাজনৈতিক। ভারত সরকার বাংলাদেশে তাদের পা চাটা দালালকে টিকিয়ে রাখতে না পেরে এ ধরনের ছলচাতুরির আশ্রয় নিয়েছে। আমরা তাদের বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি, করবে না। অবিলম্বে সব অন্যায্য চুক্তি বাতিল করে বাংলাদেশের বৈধ পানির হিস্যা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নিতে হবে।# মহ/বাংলার তরী