বেলহাজ উদ্দিন বাঁধন, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা চালানো, তাদের আহত করা এবং মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজাপুর পূর্ণকলস কলেজপাড়া গ্রামের সাধারণ মানুষ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ তারেক ভূঁইয়া, তার স্ত্রী লাবনী বেগম রাখি এবং মেয়ে তন্নী খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। তারেক ভূঁইয়া ওই এলাকার মৃত আরফান ভূঁইয়ার ছেলে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ রকিবুল হাসান, নূরুল হক তাছন, রতন সরকার, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম শেখ, রিতা বেগম এবং নাছরিন বেগম। বক্তারা তারেক ভূঁইয়ার মাদক সাম্রাজ্য ধ্বংস করে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে এলাকাবাসী শান্তিতে বসবাস করতে পারেন।
মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করে মাদক নির্মূলের লক্ষ্যে একতাবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন।