মোঃ নুরুল হক মোরশেদ, উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইয়াসিন আলী (২৫) এবং রিফাত হাসান দিপু (২২) নামে দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাঁও যাত্রীছাউনি এলাকা থেকে একটি মালবাহী ট্রাক তল্লাশি করে এই চিনি জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী এসআই মাহমুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে আসা একটি ট্রাক তল্লাশি করা হয়। ট্রাক থেকে ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তায় মোট ৯,৪০০ কেজি চিনি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, চিনি পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে চিনি সংগ্রহ করে তা বিক্রির উদ্দেশ্যে কুমিল্লায় নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির বস্তাগুলোর ওপরে পাথর সাজিয়ে রেখেছিল।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার বলেন, “চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা সিলেটের জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”
স্থানীয়রা ডিবি পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করে চোরাচালান প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।