নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর পুঠিয়া'র গোড়াগাছি জামে মসজিদে বাংলাদেশ জামায়াত ইসলামী'র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ আগস্ট বিকাল ৪ ঘটিকা'য় শিলমাড়িয়া ইউনিয়ন গোড়াগাছি জামে মসজিদে, সমাজ গঠন জামায়াতের ভূমিকা ও করণীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা সভায় বাবলু রহমান সঞ্চালনায় ও আব্দুল আজিজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাও: আহমাদ উল্লাহ,সাবেক, ভাইস চেয়ারম্যান, পুঠিয়া, রাজশাহী জেলা পূর্ব সুরাও কর্মপরিষদ সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব মো: মুনসুরুল হক মুন্টু, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা, নাইম ইসলাম সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাহেরপুর সাথী শাখা,অধ্যাপক শহীদুজ জামান মীর, থানা সুরাও কর্মপরিশদ সদস্য বাগমারা, রাজশাহী,গোলাম মোস্তফা ডাবলু আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহেরপুর পৌরসভা সহ উপস্থিত জামায়াত ইসলামী ও শিবিরের বিভিন্ন স্থানের নেতাকর্মীরা উপস্থিত প্রমুখ।
এ সময় তাহেরপুর পৌর শাখার জামায়াতের আমির ডাবলু সরকার বলেন,দেশকে সরৈাচার মুক্ত করতে ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের সম্মান বোধ সবসময়ই থাকবে এবং আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের সাথে একান্ত ঘোষণা করে সমাজের সকল প্রকার ও দুর্নীতি অনিয়ম ঘোষ ধুয়ে মুছে পরিষ্কার করে সমাজকে আমরা একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলবো ।
আমরা এ সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে বদ্ধপরিকরও সমাজ সংস্কারের জন্য যে ধরনের পদক্ষেপ প্রয়োজন আমরা সেই ধরনের পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে যাব । বাংলাদেশ জামায়াতে ইসলাম এই উদ্দেশ্যে কাজ করে যাবে এবং ছাত্র সমাজের যে দাবিগুলো রয়েছে আমাদেরও সেই দাবি মোতাবেকই আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।# মহ/বাংলার তরী