পটুয়াখালীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
বরিশালে বাস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বাস মালিক সমিতি।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট শুরু হয়। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই পটুয়াখালীর বিভিন্ন বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীরা বিপাকে পড়েন। কুয়াকাটা থেকে খুলনায় ফেরার পথে আটকে পড়া পর্যটক শিহাব বলেন, "আমাদের আত্মীয় অসুস্থ হওয়ায় দ্রুত ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু বাস না থাকায় সমস্যায় পড়েছি। বাসস্ট্যান্ডে কেউ বলতে পারছে না কখন বাস চলবে।"
অফিসগামী যাত্রীরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। বরিশালগামী চাকরিজীবী সোহেল মিয়া বলেন, "সকাল থেকে অপেক্ষা করেও বাস পাচ্ছি না, তাই বাধ্য হয়ে মোটরসাইকেলে যাচ্ছি।"
পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির খন্দকার জানিয়েছেন, "মঙ্গলবার প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। ফলে বাস মালিকরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।"
ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিকল্প যানবাহনের অভাবে অনেকে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। যাত্রীরা দ্রুত এ সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।