তরিকুল ইসলাম ফাহিম:
নাটোরের লালপুর উপজেলায় বিএনপির আয়োজিত এক সুধি সমাবেশে দলটির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু বলেছেন, "দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার জরুরি।"
শনিবার (১ ফেব্রুয়ারি) লালপুর উপজেলার সালামপুর ঈদগাহ মাঠে আয়োজিত সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম জালাল উদ্দিন মাস্টার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রঞ্জিত কুমার সরকার।
নির্বাচন ও প্রশাসনিক সংস্কার নিয়ে বক্তব্য
বক্তব্যে তাইফুল ইসলাম টিপু বলেন, "দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনিক পর্যায়ে আরও পরিবর্তন প্রয়োজন।" তিনি দাবি করেন, "বিভিন্ন দপ্তরে রাজনৈতিকভাবে প্রভাবিত কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন, যা একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।"
তিনি আরও বলেন, "নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন জরুরি।"
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বিএনপির প্রতিশ্রুতি
বক্তব্যে তিনি নাটোরের লালপুর ও বাগাতিপাড়ার উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে "নদী খনন, বেকার সমস্যা সমাধান এবং ঐতিহ্যবাহী চিনি কলকে দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করা হবে।"
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ
সুধি সমাবেশে আরও উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আমিনুল হক টমি, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খায়ের, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল, সাবেক সাধারণ সম্পাদক নাজির উদ্দিন বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাপ্তি
সমাবেশে বিএনপি নেতারা প্রশাসনিক সংস্কার, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তা এবং স্থানীয় উন্নয়ন নিয়ে নানা বিষয় নিয়ে আলোচনা করেন।