বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।
আটক ব্যক্তিরা হলেন—চোপীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মণ্ডল, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত, খোট্টাপাড়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হাকিম এবং উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাহফুজ (মাপু)।
ওসি ওয়াদুদ আলম জানান, বগুড়া সদর পুলিশের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন মামলার ভিত্তিতে এই পাঁচজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।