নবীজিকে নিয়ে কটূক্তি, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ.
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
অভিযুক্ত শিক্ষার্থী ডাইস কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র মুয়াজ মুহাম্মদ আরেফিন তালুকদার, যিনি সৈয়দ নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে জান্নাত নাইমের বাল্যবিবাহ সংক্রান্ত একটি ফেসবুক পোস্টে মুয়াজ মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে বুটেক্সের জি. এম. জি. ওসমানী হল ও সৈয়দ নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জি. এম. জি. ওসমানী হলের প্রভোস্ট ড. মো. সাইদুজ্জামান, সহকারী প্রভোস্ট মো. আনোয়ার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মো. মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে শিক্ষকরা তাকে প্রভোস্টের কক্ষে নিয়ে যান।
শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। অভিযুক্ত এ শিক্ষার্থীর বাসস্থান, নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায়।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি করায় মুয়াজকে মোহনগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ-জন বয়কট করেছে। শুধু তাই নয় মোহনগঞ্জ বাসি, ইসলামের কোনো শত্রুকে মোহনগঞ্জে থাকতে দেবে বলে জানিয়েছে। প্রতিটি মানুষের প্রাণের দাবি "মুয়াজের রাষ্ট্রীয় হেফাজতে ফাঁসি চাই "