মায়ের চিকিৎসা করতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে কিশোরী নিখোঁজ
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রোববার সন্ধ্যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ১১ বছরের একটি শিশু ‘নিখোঁজ’ হয়েছে। তার নাম আরাবি ইসলাম। সোমবার মোহাম্মদপুর থানায় এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরাবির বাবা ইমরান রাজীব।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নিখোঁজ’ শিশুটির বাবা জানিয়েছেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজারের সামনে দিয়ে ফুফাতো ভাইয়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল আরাবি ইসলাম। এ সময় একটি গাড়ি পাশ দিয়ে চলে যায়। এরপর মেয়েটি হঠাৎ ‘নিখোঁজ’ হয়।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে মেয়ের খোঁজে ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন বাবা ইমরান রাজীব। কেউ মেয়েটির সন্ধান পেলে তিনি জানাতে অনুরোধ করেছেন।
আরাবি ইসলাম বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় এসেছিল।