নালিতাবাড়ীতে অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা
মো তানজিম ইসলাম তথ্য ও ছবিতে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িকশ্রম নিশ্চিত করনে খেলার মাঠ পার্ক ও উন্মুক্ত স্থানের গাইডলাইন বিষয়ক আলোচনা সভা করেছে সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা।
সেন্টার ফর ল এন্ড পলিসির সহায়তায় গতকাল মঙ্গলবার শেরপুরের নালিতাবাড়ী পৌর প্রশাসকের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আক্তার ববি।
সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, ডাক্তার তানভীর ইবনে কাদের, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, পৌর সভার স্টাফ আমিনুল ইসলাম, সহদেব সাহা ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন সদস্য রাকিব হাসান রনি, মিঠুন আহমেদসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় শিশুদের সাঁতার শিক্ষা ও রাস্তার পাশে ফুটপাত নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।