আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
📌 এ ঘটনায় সাংবাদিক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে, তবে পুলিশ কার্যকর পদক্ষেপের আশ্বাস দিয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া এলাকায় রাতের আঁধারে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মুন্সিগঞ্জ প্রতিনিধি মো. জসিমউদ্দিনের রেঁস্তরা ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
পাচঁ দিনের হুমকি শেষে ভাঙচুর
শুক্রবার ভোর রাতের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত “কাহুদি রেস্টুরেন্ট” এক্সেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়। পাশাপাশি, পাশের আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়।
ভুক্তভোগী সাংবাদিক মো. জসিমউদ্দিন জানান, কিছুদিন ধরেই তিনি বিরোধে জড়িয়ে পড়েছিলেন। তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে পুরান বাউশিয়া গ্রামের কামরুল হাসান শামীমের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। সম্প্রতি শামীম ও তার পক্ষের লোকজন তার ভাড়াটিয়াদের হুমকি দেয়, “যদি না স্থান ছেড়ে দেয়, তাহলে রেঁস্তরা ও ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হবে এবং আগুনে পুড়িয়ে দেওয়া হবে।”
ভাড়াটিয়াদের হুমকি ও ভাঙচুর
এ ঘটনার পর, কামরুল হাসান শামীম ও তার সহযোগী আলমগীরের নেতৃত্বে একদল লোক রেঁস্তরায় তালা ঝুলিয়ে দেয়, এবং পরবর্তীতে ভোরে এক্সেভেটরের মাধ্যমে রেঁস্তরাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সাংবাদিক জসিমউদ্দিনের দাবি, এই ঘটনায় তার প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পুলিশি প্রতিক্রিয়া
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন, এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত চালানো হচ্ছে।