মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় সুরহাত কহর তুষার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গয়াবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তুষার গয়াবাড়ী গ্রামের সোলায়মান আলীর ছেলে।
মামলার বিবরণ:
পুলিশ সূত্রে জানা গেছে, ডিমলার দোহলপাড়া গ্রামের এক কিশোরীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তুষার। ২০২৪ সালের ১৮ নভেম্বর তিনি ওই কিশোরীর শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে ২১ নভেম্বর ভুক্তভোগী কিশোরী নীলফামারী নারী ও শিশু আদালতে একটি মামলা দায়ের করেন।
পরিবার ও প্রশাসনের বক্তব্য:
ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।
এ বিষয়ে ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, অভিযুক্ত তুষারকে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।