আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই দফায় ভাই-বোনের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় মো. রমজান আলী (৫১) ও তার বোন আসমা বেগম (৪২) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এবং বিকেলে উপজেলার সেলামতি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আসমা ও রমজান শ্রীনগর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, সেলামতি গ্রামের প্রতিবেশী শাহজাহান ও মো. রফিকুল ইসলামের সঙ্গে রমজান ও আসমার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে পাকা দেয়াল তৈরি করে বাথরুম নির্মাণের চেষ্টা করলে আসমা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আসমা সকালে থানায় অভিযোগ দায়ের করলে বিকেলে পুলিশ রমজান ও আসমাকে নিয়ে ঘটনাস্থলে যায়। অভিযোগ রয়েছে, এ সময় ফের তাদের ওপর হামলা চালানো হয়।
ভুক্তভোগীদের বক্তব্য:
আহত রমজান আলী দাবি করেন, প্রতিপক্ষের পক্ষ নিয়ে একদল লোক তাদের ওপর হামলা চালায়। তিনি আরও অভিযোগ করেন, সম্পত্তি বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করা হচ্ছে।
অভিযুক্তের বক্তব্য:
শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস বেপারী বলেন, "আমার লোকজন কাউকে মারধর করেনি, বরং তারাই আমাদের ওপর হামলা চালিয়েছে। এটা আমার শ্বশুরবাড়ির পারিবারিক বিষয়।"
প্রশাসনের বক্তব্য:
শ্রীনগর থানার এসআই মো. এনামুল বলেন, "অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়। তবে পরে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"