নয়াবিল আমিরুল উলুম ও নুরানি হাফেজিয়া মাদ্রাসা দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী ) সকাল ১০ টায় মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুকুনউজ্জামান,মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী শাহীন,
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা মুফতি উবায়দুর রহমান সাহেব, আল, হাফেজ ইসমাইল হোসেন, মাওলানা মুফতি আলামিন সাহেব, মুফতি তোয়েব আলী আকন্দ, আরো ওলামায়ে একরাম নয়াবিল আমিরুল উলুম ও নুরানি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ মো: নুরুজ্জামান, নয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল করিম মাস্টার , আব্দুল গফুর মাস্টার, মো: সুরহাব,মো; মজিবর রহমান, সহ বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন ও অভিভাবকবৃন্ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অতপ্রতিষ্ঠানে শাকিল আহমেদ জানিয়েছেন ২০২৪ সালের তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম শাখার অধীনে ১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে শতভাগ প্লাস সহ ১৩ জন এ প্লাস পেয়েছে
নয়াবিল উচ্চ বিদ্যালয়ে সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আব্দুল কুদ্দুস মাস্টার বিগত বার্ষিক পরীক্ষার সকল শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন।সেই সঙ্গে মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানিয়ে সফলতা কামনা করেন