দেশের অন্যতম সমাজসেবামূলক প্রতিষ্ঠান মহা খেদমত ফাউন্ডেশন স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
মহা খেদমত ফাউন্ডেশন রাধাগোবিন্দ ট্রাস্টের মাধ্যমে কুমিল্লার তিতাস উপজেলায় গোমতি নদীর তীরবর্তী বানভাসি মানুষের মাঝে ৯৬ প্যাকেট খাদ্যদ্রব্য বিতরণ করে। মহা খেদমত ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, বিস্কুট, সুজি, গামছা, কেক, চিনি, গ্যাসলাইট, খাবার স্যালাইন, পানি, জামাকাপড় ইত্যাদি।