মোঃ শামসুল আলম, (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে সদ্য প্রসূতি মাকে যৌতুকের দাবিতে নির্মমভাবে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনায় প্রতিবাদ ও দ্রুত গ্রেফতারসহ ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ব্রহ্মত্তর গ্রামের প্রবাসী জুয়েল মন্ডলের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
জানা যায়, প্রবাসী জুয়েল মন্ডলের মেয়ে কনিকা (১৯) ১৮ মার্চ ২০২২ সালে একই ইউনিয়নের তারতাপাড়া গ্রামের সোলাইমানের ছেলে নুর ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেয়। এরপর, ২৫ অক্টোবর ২০২৪ তারিখে ঘাতক স্বামী নুর ইসলাম কনিকাকে শ্বাসরোধ করে হত্যা করেন।
সংবাদ সম্মেলনে কনিকার বাবা জুয়েল মন্ডল বলেন, “আমি বিদেশে থাকাকালে জানতে পারি আমার মেয়েকে হত্যা করা হয়েছে। দেশে ফিরে থানায় অভিযোগ দায়ের করলে তারা আমার অভিযোগ উপেক্ষা করে অপমৃত্যু বলে চালিয়ে দেয়। পরে, আমার স্ত্রী খুকি জামালপুর কোর্টে নুর ইসলামকে প্রধান আসামি করে ছয়জনের নামে হত্যা মামলা দায়ের করেন।”
কনিকার মা খুকি সংবাদ সম্মেলনে বলেন, “আমার মেয়ের হত্যাকারীদের কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না?”
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ইসলামপুর থানায় প্রথমে অপমৃত্যু মামলা দায়ের করা হয় (মামলা নং ৩৮/২৪)। পরে, বিজ্ঞ আদালতের আদেশে হত্যার অভিযোগে মামলা নং ২৪, ২৮-১১২৪ রেকর্ড করা হয় এবং বর্তমানে তদন্ত চলছে।
এদিকে, এলাকাবাসী এবং স্থানীয় সুধী ব্যক্তি লুৎফর রহমান বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যা, যেহেতু যৌতুকের দাবি পূরণ করতে না পারায় এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করছি।”