বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড ফাউন্ডেশন। কুমিল্লার তিতাস উপজেলার গোমতি নদীর আশপাশের বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী, পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন রাধাগোবিন্দ ট্রাস্ট।
ইউনাইটেড ফাউন্ডেশনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দের সহযোগিতায় বন্যায় অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে দ্রুততার সঙ্গে দাঁড়ানোর জন্য দুর্গত এলাকার ৯৬ পরিবারের জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দেন ট্রাস্টি প্রদীপ বিশ্বাস। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, চিনি, সুজি, গামছা, স্যালাইন, গ্যাসলাইট, কেক, বিস্কুট, জামাকাপড় প্রভৃতি।