ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে মাটি পরীক্ষার মাধ্যমে সারের সঠিক মাত্রা নির্ধারণ ও কৃষি সম্প্রসারণ সেবার উন্নয়নে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের বাস্তবায়নে এই কর্মশালাটি আয়োজন করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামপুর উপজেলা কৃষি অফিসের হল রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ।
কর্মশালায় বক্তব্য রাখেন একে এম মুর্শেদুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জামালপুর, ড. হাফিজুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জামালপুর, মোঃ মাহবুবুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জামালপুর, মোঃ শামীম আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, এবং উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব।
কর্মশালায় উৎপাদক দলের নেতা, কমিউনিটি মার্কেট এজেন্ট, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা মাটি পরীক্ষার গুরুত্ব, সারের সঠিক ব্যবহার এবং কৃষি সম্প্রসারণ সেবার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থার প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।