সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর উদ্দিন তালুকদারকে ফের গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে অপারেশন "ডেভিল হান্ট" অভিযানে যৌথ বাহিনী তাকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে।
নুর উদ্দিন তালুকদার নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলার কালাপশি গ্রামের বাসিন্দা। কিছুদিন আগে সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। তবে জামিনে মুক্তি পাওয়ার পর এবার আবারও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল হক বলেন, "অপারেশন 'ডেভিল হান্ট' চলমান রয়েছে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"