গোবিপ্রবি প্রতিনিধি:
গোবালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসনের সঙ্গে বেসরকারি ব্যাংক ব্র্যাকের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের উন্নত ব্যাংকিং সুবিধা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ব্যবস্থাকে সহজতর করা এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন:
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান
ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান
রেজিস্ট্রার মো. এনামউজ্জামান
প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব
অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ
ব্র্যাক ব্যাংকের ক্লাস্টার ও শাখা ব্যবস্থাপক সাবিনা সারমিন এবং ব্যাংকের অন্যান্য প্রতিনিধিরা।
সভায় উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।